‘মাফিয়া’ ওয়েব সিরিজে জাহিদ হাসান

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

শাহীন সুমনের পরিচালনায় সম্প্রতি ‘মাফিয়া’র শুটিং শুরু হয়েছে। জাহিদ হাসান জানান, তাঁর অভিনীত চরিত্রটি অন্ধকার জগতের মানুষ ননী ভাই। ভালোবাসা ও অন্ধকার জগতের গল্পের সমন্বয় থাকছে ১৫০ পর্বের ‘মাফিয়া’ সিরিজে। তিনি বলেন, “দর্শকরা আমাকে নানা সময় নানা চরিত্রে দেখেছেন। এবার তারা একেবারেই ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন।“

ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, “একজন অভিনেতা হিসেবে সব মাধ্যমে অভিনয় করা আমার কাজ। সহশিল্পীরা আগে থেকে ওয়েব সিরিজে কাজ শুরু করলেও আমি একটু সময় নিয়ে শুরু করলাম।… আমার চাওয়া এমন সব চরিত্রে অভিনয় করা যা মানুষের মনে দাগ কেটে যাবে। আমার শিল্পী-জীবনকে সমৃদ্ধ করবে।“

অভিনয় ছাড়াও জাহিদ হাসান নাট্য-পরিচালক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁর পরিচালিত ধারাবাহিক ‘পিছুটান’ (বিটিভি) ও ‘হুলস্থূল টিভি’ (আরটিভি) নাটকের প্রচার কিছুদিন আগেই শেষ হয়েছে।

নব্বইয়ের দশকে মঞ্চ থেকে শুরু করে পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। টিভি নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি নিজের অবস্থান গড়ে তুলেছেন। ‘শ্রাবণ মেঘের দিন’ (১৯৯৯), ‘হালদা’ (২০১৭) ও ‘সাপলুডু’ (২০১৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও অভিনয় করেছেন ‘মেইড ইন বাংলাদেশ’ (২০০৭), ‘আমার আছে জল’ (২০০৮) চলচ্চিত্রে।

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে তিনি বলেন, “কথা চলছে নতুন সিনেমা নিয়ে। আমার মনের মতো হলে কাজ করব। নতুন সিনেমার গল্প-চরিত্র আমার কাছে প্রাধান্য পাবে।“

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন