বিকিনিতে সমুদ্র সৈকতে অভিনেত্রী লিসা হ্যাডন। আসছে তৃতীয় সন্তান। ছোট ছেলে লিওকে কোলে নিয়ে নিজের বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করলেন এই অভিনেত্রী। অভিনেত্রী লিখলেন, “আর কোনও নতুন মা আছেন যারা আমার মতোই একটি সন্তান কোলে নিয়ে অপর সন্তানের জন্য খুব চিন্তিত? ভয় হচ্ছে আমার,ছোট লিও যে সম্প্রতি কথা বলতে শিখছে সে ছোট বোনকে কীভাবে গ্রহণ করবে!”
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে ছোট ছেলে লিওকে কোলে নিয়ে সমুদ্র পাড়ে হেটে যাচ্ছেন এই অভিনেত্রী।
লিসা হ্যাডন ২০১৬ সালে ডিনো লালবাণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। পরপর দুটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই তারকা। জ্যাক ও লিও। তবে এবার কন্যা সন্তানের আগমনের অপেক্ষায় আছেন এই দম্পতি।