ভিলেন টু নিয়ে হাজির হচ্ছেন অর্জুন কাপূর

অর্জুন কাপূরের পছন্দের কাজ নিয়ে হাজির হচ্ছেন । তিনি এই ধরনের কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। গত মাসে, পরিচালক মোহিত সূরি ২০২২ সালে ১১ফেব্রুয়ারি এক ভিলেন রিটার্নাস টু এর মুক্তি ঘোষণা দিয়েছিলেন। এই সিনেমায় অর্জুন কাপূর ছাড়া আরও আছেন জন আব্রাহাম, দিশা প্যাটানি, তারা সূতারিয়া। প্রযোজক হিসেবে আছেন একতা কাপূর এবং ভূষণ কুমার। এরই মধ্যে শুটিংয়ের কাজ শুরু হয়ে গেছে।

খুব শ্রীঘ্রই অর্জুন ছবিটির কাজে যুক্ত হবেন। অর্জুন কাপূর বলিউডের এক ম্যাগাজিনের মাধ্যমে জানিয়েছেন, প্রত্যেকটা অভিনেতা ও অভিনেত্রীর কিছু বিশেষ চরিত্রের কাজের প্রতি আগ্রহ থাকে। এবং এই ধরনের কাজের মাধ্যমে তাকে বিশেষ করে তোলে। আমি এই ধরনের ফিল্মের জন্য অপেক্ষা করেছিলাম।

তিনি আরও বলেন, পরিচালক মোহিত সূরি’র সাথে আমি এর আগেও কাজ করেছি। হার্ফ গালফ্রেন্ড আমার একটি অন্যতম ছবি। আমার মনে হয় ‘ভিলেন টু’ হলো এমন একটি সিনেমা যা পর্দায় আলোড়ন তৈরি করবে। করোনা উপদ্রবের ভ্যাকসিন দেওয়া কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হলে সবাই হলে গিয়েও সিনেমাটি উপভোগ করতে পারবে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন