বিবাহ বন্ধনে জাসপ্রিত ও সন্জনা গণেশ

গত সোমবার (১৫ই মার্চ) ভারতের জাতীয় ক্রিকেট দলের পেস বোলার জাসপ্রিত বুমরাহ ও টিভি অভিনেত্রী সন্জনা গণেশ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। গোঁয়ার একটি গুরুদুয়ারে এই দম্পতি পরিবারের  একান্ত কাছের লোকদের নিয়ে বিবাহের কাজ সম্পুর্ন করেছেন।

করোনা পরিস্থিতির কারণে সামান্য ঘরোয়া আয়োজন করা হয়েছিল। এই জুটি ঐতিহ্যের ধারা বহমান রেখে নিয়ম মেনে গুরুদুয়ারে থেকে তাদের নতুন জীবনের যাত্রা শুরু করলেন। ভারতীয় ক্রিকেটার সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে তাদের একটি ছবির মাধ্যমে শেয়ার করে সুখবরটি ভাগ করে নেন সবার সাথে। ছবি পোস্ট করার পর থেকেই তাদের কাছের অর্থাৎ পরিবার ও বন্ধুমহলের বাহিরে চলচ্চিত্র অঙ্গন এবং ক্রীড়া পরিবার থেকে পাওয়া শুরু করেন অসংখ্য শুভেচ্ছা বার্তা। সেই সাথে নেটিজনদের প্রশংসা এবং অসংখ্য মন্তব্য তো আছেই । দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি লিখেছেন, “অভিন্দন আপনাকে, আপনাদের মঙ্গল হোক”।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন