সম্প্রতি জানা গেছে, ‘বায়োপিক’ সিনেমা দিয়েই কাজে ফিরছেন পরীমনি। তবে সিনেমাটি পরীমনির বায়োপিক নয়। ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা বর্তমানে বাড়িতেই আছেন। সাম্প্রতিক ঘটে যাওয়া বিষয় নিয়ে তিনি খুবই মানসিক চাপে রয়েছেন। এছাড়াও তিনি শারীরিকভাবে একটু অসুস্থ।
সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘বায়োপিক’ সিনেমায় অংশ নিতে যাচ্ছেন পরী। আগষ্টের শুরুতে সিনেমায় অংশ নিবেন পরী। এই সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সিয়ামকে। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের পরিচালক হিসেবে অভিষেক হবে সঞ্জয় সমাদ্দারের।
পরিচালক জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগষ্টের শুরুতেই সিনেমার কাজ শরু হবে। ঢাকা সহ এর আশেপাশে দৃশ্যধারণ হবে।
নায়িকা পরীমনি অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ‘স্ফুলিঙ্গ’। এছাড়া তার হাতে রয়েছে ‘মুখোশ’ ও ‘দ্য অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সহ বেশ কিছু সিনেমা। এছাড়াও খুব শিগগিরই পরীকে নির্মাতা চয়নিকা চৌধুরীর একটি ওয়েব ফিল্মে দেখা যাবে।