টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভেচ্ছা ও উৎসাহ জানিয়ে গাইলেন জনপ্রিয় চার কণ্ঠশিল্পী।
অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন জানায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় এই গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল। নাগরিক টেলিভিশনের উদ্যোগে গানটির মিউজিক ভিডিওতেও তারা অংশ নিয়েছেন। গানটির সুর ও সঙ্গীতায়োজনও করেছেন ইমন।
ইমন বলেন, “জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। যদিও আমাদের কাজের সংখ্যা খুবই কম। তবে এই গানটিসহ যে ক’টি কাজ করেছি তার প্রত্যেকটি স্পেশাল। এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিন জন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।’’
গতকাল ১৮ অক্টোবর থেকে গানটি নাগরিক টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে।
কণ্ঠশিল্পী টিনা রাসেল বলেন, “বিশ্বকাপ ক্রিকেট আসর নিয়ে এটি আমার প্রথম গান। সঙ্গে গুণী শিল্পীদের পেয়েছি। এটা আমার জন্য অসাধারণ একটি অভিজ্ঞতা। বাপ্পা দা’র স্টুডিওতে বাংলাদেশ টিমের জার্সি গায়ে জড়িয়ে ভিডিও শুটিং করেছি রবিবার (১৭ অক্টোবর) রাতে। সেটা অন্যরকম একটা অনুভূতি। আমাদের বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’’