চার শিল্পীর কণ্ঠে বাংলাদেশের জয়ধ্বনি

টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট টিমের শ্রেষ্ঠত্ব জানিয়ে ‘ফোর্থ আম্পায়ার’ শিরোনামের একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় চার কণ্ঠশিল্পী।
শাওন কৈরীর কথায়, ইমন চৌধুরীর সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের চার শিল্পী ইমরান, কোনাল, রেহান রসুল ও অবন্তী সিঁথি। প্রথম আলোর উদ্যোগে নির্মিত গানটি  ১৮ অক্টোবর থেকে এবিসি রেডিওতে শোনা যাচ্ছে।
দৈনিক প্রথম আলোকে ইমন বলেন, “আয়োজকদের ইচ্ছা ছিল গানটিতে যেন বাংলাদেশের সংস্কৃতির ঘ্রাণ থাকে। আমিও চেষ্টা করেছি যেন দেশের মাটির ঘ্রাণটা পাওয়া যায়। আমাদের সিগনেচার থাকলে সেটাই হবে আমাদের খেলোয়াড়দের জন্য যথাযথ উপহার। তরুণ এই শিল্পীরা নিজ নিজ ক্ষেত্রে ভালো করছেন। নতুন এই গানটিতে তাঁরা সেই স্বাক্ষর রেখেছেন। গানটি শুনলে শ্রোতাদেরও ভালো লাগবে।’’
‘ফোর্থ আম্পায়ার’ গানের মিউজিক ভিডিও আজ প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। ইভান শাহরিয়ারের নির্দেশনায় কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন কয়েকজন মডেল।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন