![](https://360binodon.com/wp-content/uploads/2021/10/22674744029.jpg)
কিংবদন্তি মার্কিন বক্সার উইলি পেপ-এর জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে হলিউড চলচ্চিত্র ‘পেপ’।
হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানায়, রবার্ট কোলোনডির পরিচালনায় এই স্পোর্টস বায়োপিকে পেপের চরিত্রে অভিনয় করবেন জেমস ম্যাডিও। এই চলচ্চিত্র নির্মাণের জন্য বলিউড তারকা অভয় দেওলের কনটেন্ট ক্রিয়েশন কোম্পানি ব্লিসপয়েন্ট এন্টারটেইনমেন্টের সাথে চুক্তি করেছে হলিউড তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিওর প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপিয়ান ওয়ে প্রোডাকশন্স।
১৯৬৫ এর সালের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘পেপ’ চলচ্চিত্রটি। অর্ধেক বয়সের স্ত্রী এবং মাদকাসক্ত ছেলের পাশে থাকতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পেপ-এর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। চলচ্চিত্রে এই কঠিন সময় কাটিয়ে তার বক্সিংয়ে ফেরার ঘটনা দেখানো হবে। চলচ্চিত্রে পেপ-এর স্ত্রীর চরিত্রে অ্যাশলি হিন্শ এবং ছেলের চরিত্রে কিয়ার গিলক্রিস্ট অভিনয় করবেন।
বিংশ শতাব্দীর সেরা বক্সারদের একজন উইলি পেপ। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি দুই হাজারেরও বেশি বক্সিং রাউন্ডে অংশ নিয়েছেন।