ফের জুটি বাঁধছেন শ্রাবন্তী-দেব

বিন্দাস (2014) ছবিতে দেব-শ্রাবন্তী জুটি

তৃণমূল সাংসদ এবং বিজেপির প্রার্থী, রাজনীতির মাঠে-ময়দানে যেনো হাড্ডাহাড্ডি লড়াই। তবে রুপালী পর্দায় এ জুটি দর্শকের পছন্দের তালিকায়। ‘শুধু তোমরাই জন্য’র দীর্ঘ ৬বছর পর আবার একসাথে পর্দায় ফিরছেন এ জুটি। সম্প্রতি আসন্ন সিনেমা ‘খেলাঘর’ এ একসঙ্গে দেখা যাবে এ দুজনকে।

শৈবাল গঙ্গোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে দীর্ঘ ৬ বছরের দুরত্বের অবসান ঘটতে চলছে।

‘খেলাঘর’-এর কাস্টিংয়ে থাকছে দারুণ চমক। দেব- শ্রাবন্তীর পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন পাওলি দাম। শনিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেন দেব। পাশাপাশি প্রকাশ্যে আনেন ছবির নামের লোগোও।এই ছবিতে শুধু অভিনেতা নয়, যৌথ প্রযোজকের ভূমিকায় থাকছেন দেব। বেঙ্গল টকিজের সঙ্গে এই ছবি প্রযোজনা করবে দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন