নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্রের শুটিং অবশেষে শেষ করলেন ঢালিউডের সত্তর-আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা।
করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় ৮ মাস পর গত ২৪ সেপ্টেম্বর ‘ফিরে দেখা’ চলচ্চিত্রের শুটিং শেষ করেন রোজিনা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন তিনি। মগবাজারের একটি হাসপাতালে শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রোজিনা প্রায় ৩ ঘণ্টা ধরে মেকআপ নিয়ে ৭০ বছর বয়সী নারীর রূপ নেন। এরপর বিকেল থেকে রাত পর্যন্ত শুটিং করেন তিনি।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে রোজিনা বলেন, “আমার প্রথম পরিচালিত সিনেমা ‘ফিরে দেখা’-র কাজ শেষ করতে পারছি সেজন্য এখন টেনশনমুক্ত লাগছে। সিনেমায় ৭০ বছর বয়সী নারীর দৃশ্য নিয়ে শুটিং করলাম। দর্শকরা আমাকে এমন চরিত্রে আগে কখনো দেখেননি।’’
সরকারি অনুদানের ‘ফিরে দেখা’ চলচ্চিত্রে রোজিনার বিপরীতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। রোজিনা জানান, আগামী ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে তাদের।
রোজিনার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘রাক্ষুসী’ ২০০৫ সালে মুক্তি পায়। চলচ্চিত্র পরিচালনার আগে এক ঘণ্টার নাটক, টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত সর্বশেষ নাটকের নাম ‘দান প্রতিদান’।