প্রথম কনসার্টেই ধাক্কা খেলেন ইয়োহানি

আহত ইয়োহানি ডি সিলভা।

নিজের প্রথম কনসার্টের মঞ্চে গুরুতর আহত হয়েছেন শ্রীলঙ্কান কণ্ঠশিল্পী ইয়োহানি ডি সিলভা। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইয়োহানি জানান, গত ৩০ সেপ্টেম্বর ভারতের গুরুগ্রামে একটি কনসার্টে গাইতে গিয়ে মঞ্চেই গিটারের আঘাতে আহত হয়েছেন। চোখের নিচে আঘাতের চিহ্নসহ একটি ছবি গতকাল ২ অক্টোবর শেয়ার করেন তিনি। আর বলেন, “স্টেজ শো করতে গিয়ে একটি দুর্ঘটনা ঘটে। গানের মধ্যে এতটাই ডুবে গিয়েছিলাম যে দুর্ঘটনাবশত গিটারের মাথায় প্রচণ্ড জোরে বাড়ি খাই। মুখে বেশ লেগেছে।’’

ইয়োহানি আরো জানান, আঘাতটা যে এত গুরুতর তা তিনি প্রথমে বুঝতে পারেননি। বলেন, “আমাদের সঙ্গে আজ কী হবে, তা আমাদের কর্মের ওপর নির্ভর করে। আমরা যেভাবে চলি, জীবনও সেভাবেই চলে। যতটা জোরে আমরা ধাক্কা দিই, উল্টে যাই, উড়ি বা যুদ্ধ থামিয়ে দিই, জীবন সেভাবেই বাঁক নেয়। তবে এই ক্ষত আমাদের ভুলগুলো বুঝতে সাহায্য করে।’’

আহত হলেও গতকাল ৩ সেপ্টেম্বর ভারতের হায়দরাবাদের একটি কফিশপে ইয়োহানির একটি লাইভ শো হওয়ার কথা। তিনি জানিয়েছেন, আহত হলেও থামছেন না – লাইভ শোতে ঠিকই হাজির হচ্ছেন তিনি।
সম্প্রতি সিংহলি ভাষায় ‘মানিকে মাগে হিথে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ইয়োহানি। তার পুরো নাম ইয়োহানি ডিলোকা ডি সিলভা, পড়াশোনা করেছেন লজিস্টিক ম্যানেজমেন্টে। ইউটিউবে প্রথম গান ‘দেভিয়াঙ্গি’ দিয়েই সঙ্গীত অঙ্গনে ইয়োহানির যাত্রা শুরু হয়। নিজের লেখা গানে নিজেই সুর দেন, আর নিজ দেশ শ্রীলংকায় ‘র‌্যাপ কুইন’ হিসেবেও খ্যাতি পেয়েছেন। এছাড়াও বলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া ‘শিদ্দাত’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন তিনি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন