ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় দুই তারকা রণবিজয় সিং ও প্রিয়াঙ্কা সিং সন্তানের বাবা-মা হলেন। ১২ জুলাই পুত্রসন্তানের মা হলেন প্রিয়াঙ্কা।
ইনস্টাগ্রাম প্রোফাইলে এই সুখবর শেয়ার করেছেন এমটিভি তারকা রণবিজয় সিং। পুত্রসন্তান ছাড়াও এই দম্পতির চার বছরের একটি কন্যা সন্তান(কৈনাত) রয়েছে।
ইনস্টাগ্রামে একটি পোস্টে রণবিজয় সিংহ যুক্ত করেছেন একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে বাচ্চাদের লাল স্পোর্টস জার্সি ও এক জোড়া জুতা।
বলিউড ও টিভি তারকা নেহা ধুপিয়া, গওহর খান, যুবিকা চৌধারি, প্রিন্স নারুলা, মাহি ভিজ, সাবা পাতৌদি খান, আস্থা গিল, হরমন সিংহ, বরুণ সুদসহ অনেকেই এ তারকা যুগলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
২০১৫ সালে বিয়ে করেন রণবিজয় ও প্রিয়াঙ্কা। ২০১৭ সালে তাঁদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান কৈনাত। সম্প্রতি রণবিজয়কে ডেটিং রিয়েলিটি শো ‘এমটিভি স্প্লিটসভিলা’র ১৩তম মৌসুমে সঞ্চালকের ভূমিকায় দেখা গেছে। তাঁকে নেটফ্লিক্স সিরিজ ‘মিসম্যাচড’-এও দেখা গেছে।