৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকায় অনুষ্ঠিত হয়েছে পিপলস চয়েস অ্যাওয়ার্ডস ২০২১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান।এই আসরে সেরা অভিনেতা আর সেরা কমেডি অভিনেতার পুরস্কার জিতেছেন ‘দ্য রক’ খ্যাত মার্কিন অভিনেতা ডোয়াইন জনসন। এবারের আসরে মেল মুভি স্টার, কমেডি মুভি স্টার–এর ট্রফি ঘরে তুলেছেন। আরো জিতেছেন পিপলস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডের সম্মাননা।
এই আয়োজনের বিভিন্ন বিভাগে ভক্তদের ভোটে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কয়েকটি চলচ্চিত্র ও সিরিজ পুরস্কার জিতেছে। এর মধ্যে আছে ‘ব্ল্যাক উইডো’র স্কারলেট জোহানসন, ‘শ্যাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস’-এর সিমু লিউ এবং ‘লোকি’র টম হিডলস্টন পুরস্কার পেয়েছেন।
পিপলস চয়েস অ্যাওয়ার্ডসে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও পপ সংস্কৃতি নিয়ে মোট ৪০টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবারের আয়োজনে মিউজিক আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন ক্রিস্টিনা আগুইলেরা, পিপলস আইকন অ্যাওয়ার্ড জিতেছেন হ্যালি বেরি আর ফ্যাশন আইকন আওয়ার্ডে ভূষিত হয়েছেন কিম কার্ডাশিয়ান।
পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস বিজয়ীদের তালিকা:
সেরা চলচ্চিত্র: ব্ল্যাক উইডো
সেরা কমেডি চলচ্চিত্র: ফ্রি গাই
সেরা অ্যাকশন চলচ্চিত্র: শ্যাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস
সেরা ড্রামা চলচ্চিত্র: ক্রুয়েলা
সেরা পারিবারিক চলচ্চিত্র: লুকা
সেরা অভিনেতা: ডোয়াইন জনসন (জাঙ্গল ক্রুজ)
সেরা অভিনেত্রী: স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো)
সেরা ড্রামা অভিনয়শিল্পী: কেভিন হার্ট (ফাদারহুড)
সেরা কমেডি অভিনয়শিল্পী: ডোয়াইন জনসন (জাঙ্গল ক্রুজ)
সেরা অ্যাকশন অভিনয়শিল্পী: সিমু লিউ (শ্যাং–চি অ্যান্ড দ্য লেজেন্ড অব দ্য টেন রিংস)