‘পদ্মাপুরাণ’ নির্মাতার বিরুদ্ধে পরিচালক সমিতিতে অভিযোগ

সাকিব ও পলাশ

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রের পরিচালক রাশিদ পলাশের বিরুদ্ধে চলচ্চিত্র পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ দিলেন ‘মিশন এক্সট্রিম’ অভিনেতা সৈয়দ নাজমুস সাকিব। তিনি নিজেই ফেসবুকে তা জানিয়েছেন।

গতকাল ২৩ অক্টোবর দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহানের কাছে সাকিব এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগ গ্রহণের কথা চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করে সোহান বলেন, কয়েকদিনের মধ্যেই দুইপক্ষকে ডেকে তথ্য প্রমাণাদির ভিত্তিতে মীমাংসার চেষ্টা করা হবে।

১৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে পলাশ অভিযোগ করেন, তার সদ্য মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’-এর রিভিউ লেখার জন্য চাঁদা দাবি করা হয়েছে। এমনকি সাকিবের নাম উল্লেখ করে তিনি বলেন, “আপনাদের বাংলা সিনেমার প্রতি এই দরদটা মনে থাকবে ভাই। কী মনে হয়, আপনারা না লিখলে সিনেমা চলবে না? কিংবা টাকা না দিলে পোলাপান দিয়ে নেগেটিভ রিভিউ করাবেন? দিন বদলে গেছে ভাই। আটকাতে পারবেন না। ‘পদ্মাপুরাণ’ ঢাকার বাইরে যাচ্ছে, বাংলা সিনেমায় সুদিন ফিরছে।’’

জবাবে তথ্যপ্রমাণ ছাড়াই পলাশের এমন দাবিতে মানহানির অভিযোগে আনেন সাকিব। তিনি বলেন, “টাকা চাওয়ার যে অভিযোগটি করা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার চারদিন পার হওয়ার পরেও রাশিদ পলাশ তার অভিযোগের স্বপক্ষে কোন ধরনের তথ্যপ্রমাণ হাজির করতে পারেননি। পরিচালক সমিতির প্রতি আমার আস্থা রয়েছে। আশা করি তারা সঠিক ব্যবস্থা নেবেন। যদি পরিচালক আমার বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করেন এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে এরপরে যা আইনি পদক্ষেপ আছে তা নিতে বাধ্য হবো।’’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন