আজ মাহমুদ সাজ্জাদের দাফন

মাহমুদ সাজ্জাদ। ছবি : সংগৃহীত

প্রায় দুই মাস আইসিইউতে থাকার পর গতকাল ২৪ সেপ্টেম্বর টেলিভিশন অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মাহমুদ সাজ্জাদ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সাজ্জাদের ভাই টেলিভিশন প্রযোজক ম হামিদ দৈনিক প্রথম আলোকে জানান, বেলা সাড়ে তিনটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ১ সেপ্টেম্বর থেকে তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন। আজ ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা।

ম হামিদ বলেন, “প্রথম দিকে করোনা হয়েছিলো। সেটা ভালোও হয়েছিলো। কিন্তু শারীরিক কিছু জটিলতা থাকায় গত সেপ্টেম্বরের প্রথম দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, কোভিড–পরবর্তী জটিলতার কারণে তার শারীরিক অবস্থা ভালো না। তখন থেকেই তাকে আইসিইউতে রাখতে হয়। কিন্তু তার অবস্থার উন্নতি হচ্ছিলো না। শেষ দিকে তিনি খেতে পারতেন না, কথাও বলতে পারতেন না। নল দিয়ে খাওয়ানো হতো তাকে। তার চিকিৎসায় বেশ কয়েকবার মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিলো। কিন্তু শেষরক্ষা হলো না।’’

মাহমুদ সাজ্জাদ কলেজ জীবন থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যচক্র নাট্যদলের হয়ে তিনি লেট দেয়ার বি লাইট, স্পার্টাকাস, জনক সহ অনেক নাটকে অভিনয় করেন। টেলিভিশনে নিয়মিত এই অভিনেতার প্রথম ধারাবাহিক নাটক ‘সকাল সন্ধ্যা’। এছাড়াও তিনি জহির রায়হান পরিচালিত ‘সংসার’, খান আতাউর রহমানের ‘ঝড়ের পাখি’, ‘আপন পর’, আজিজ আজহারের ‘চোখের জলে’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন