‘পদ্মাপুরাণ’-এর গানে শম্পা রেজা

শম্পা রেজা। ছবি : সংগৃহীত

‘পদ্মাপুরাণ’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে অনলাইনে এসেছে চলচ্চিত্রটির আরেকটি গান। ‘দেখলে ছবি পাগল হবি’ শিরোনামের গানটি ১৭ অক্টোবর দুপুরে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। গানের কথা ও সুর করেছেন জালাল উদ্দীন খাঁ, আর নির্ঝর চৌধুরীর সঙ্গীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার। আর ‘পদ্মাপুরাণ’ চলচ্চিত্রে গানটির সঙ্গে ঠোঁট মিলিয়েছেন অভিনেত্রী শম্পা রেজা। সম্প্রতি এমন চরিত্রে এই অভিনেত্রীকে আর দেখা যায়নি। এর আগে এই বছরের ১১ মার্চ চলচ্চিত্রটির ‘নোনা’ গানটি মুক্তি পেয়েছিলো।

গত ৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‘পদ্মাপুরাণ’। এই চলচ্চিত্রে মোট পাঁচটি গান আছে, যাতে কণ্ঠ দিয়েছেন চন্দনা মজুমদার, মুহিন, সৌরিন, আরিফ ও অংকন। রায়হান শশীর চিত্রনাট্যে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, প্রসূন আজাদ, শম্পা রেজা, জয়রাজ, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, সূচনা শিকদার, রেশমী, হেদায়েত নান্নু, আশরাফুল আশিষ, সাদিয়া তানজিন প্রমুখ। প্রযোজনা সূত্র জানিয়েছে, ঢাকায় স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও সৈনিক ক্লাব এবং চট্টগ্রামের সুগন্ধায় চলচ্চিত্রটি দেখা যাচ্ছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন