নুসরাত-শ্রাবন্তী নন,এগিয়ে তনুশ্রী ও সৌরসেনী

নিখিল জৈন গত দুদিন যাবত তার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করেছিলেন। তার আগামী মডেল তনুশ্রী ও সৌরসেনী। নিখিল জৈনের বিখ্যাত বস্ত্র বিপণী বিতান আসন্ন সেরা দুই মডেল।


বসন্ত শেষে গ্রীষ্ম যেনো উঁকি দিয়েছে। গরমের সব অত্যাধুনিক কালেকশন নিয়ে বরাবরই এগিয়ে থাকেন নিখিলের বিপণী বিতান। অপরদিকে নুসরাত এবং নিখিলের দীর্ঘ দিনের বিচ্ছেদের কারণও।

টলিউড পাড়ায় গুনজন শোনা যাচ্ছে,নিখিল তার বিপণীর মডেল নির্বাচনের জন্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর সাথে কথা বলেছিলেন। তবে নিখিলের স্টোরি যেনো অন্য সুর গাইছে। শুক্রবার সকালে চমক নিয়ে হাজির হলেন নিখিল জৈন।
ছবিতে দেখা যাচ্ছে, বেনারসি শাড়িতে সেজে উঠেছেন তনুশ্রী বিশ্বাস এবং সৌরসেনীকে দেখা যাচ্ছে ‘পানাস’ সম্ভারের পোশাকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন