নতুন করে মুক্তি পেল ‘টুমরো’র আন্তর্জাতিক ভার্সন

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির পর্দায় প্রথমবারের মতো মুক্তি পেল ‘টুমরো’র আন্তর্জাতিক ভার্সন। এ ছবিটি মুক্তি পাওয়ার পর এর চরিত্রগুলো দেশ-বিদেশে বেশ প্রশংসিত হয়েছে। ১৭মে সিনেমাটি ইউটিউবেও প্রকাশ হয়েছে।

ফিল্মটির নির্মাতা মোহাম্মাদ শিহাব উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গন থেকেই বরাবরই অ্যানিমেশনটি প্রশংসিত হচ্ছিল। শুধু ভাষার কারণে অনেকেই পুরোপুরি উপভোগ করতে পারছিলেন না। এ কারণে আমরা বাংলা ছাড়াও ৭টি ভাষায় এটি ডাব করার সিদ্ধান্ত নেই। আর আন্তজার্তিক ভাষা ইংরেজির মাধ্যমে এটি নতুন করে মুক্তি দেওয়া হলো।’

ছবিতে দেখা যায় রাতুল নামের একটি চরিত্র। রাতুল ভবিষ্যত দেখতে জানে। সে দেখে পৃথিবী ভয়ংকর দিকে এগিয়ে যাচ্ছে। তাই এই পৃথিবীর ভবিষ্যত পরিবর্তনের চেষ্টা করে।

ছবিটি প্রযোজনা করেছে দীপ্ত টিভি। সিনেমাটি তৈরি হয়েছে সাইকোর স্টুডিওতে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন