‘টাউট’-এর কবলে অমিতাভ বচ্চন

ঘূর্ণিঝড় টাউটের ঝাপটায় জলে ভাসছে অমিতাভ বচ্চনের দফতর ‘জনক’। অভিনেত্রী শ্রুতি হাসান জানালেন তার বাড়ির জানালা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল ১৭ মে রাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা জানালেন তারকারা।

আরব সাগরে ঘূর্ণিঝড়ের হানায় ক্ষতিগ্রস্ত কেরেলা, গুজরাট ও মহারাষ্ট্র। মুম্বাই শহরে একাধিক তারকা এবার টাউটের কবলে পড়েছেন। ১৮ মে অনেকেই ঝড়ের তাণ্ডবের ছবি ও ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘ঝড়ের মাঝে এক বার ভূতুড়ে নিস্তব্ধতা সৃষ্টি হয়েছিল। সারাদিন প্রচণ্ড ঝড়-বৃষ্টি, গাছ উপড়ে যাওয়া, চারদিকে পানি আর পানি, জনক-এও পানি পানি ঢুকে যায়, ভয়াবহ! আমার কয়েকজন কর্মীকে পানিতে ভিজতে হয়েছে। কারণ তারা যেখানে আশ্রিত ছিল, সেই ছাদ উড়ে উড়ে যায়। বৃষ্টিতে ভিজে তারা যেভাবে কাজ করেছেন, তা অনবদ্য। আমার আলমারি থেকে তাদের পোশাক দিয়েছি বদলানোর জন্য।’

অভিনেত্রী শ্রুতি হাসান কয়েকটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘ভয়াবহ ঝড়ের মুখে পড়েছিলাম আমরা। গত বছর যখন একা ছিলাম, তখন এ রকম ঝড় হলে খুব ভয় পেয়ে যেতাম। আমার বাড়ির জানালা ভেঙে পড়ার মতো অবস্থা।’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন