দীপনের ‘অপারেশন সুন্দরবন’ আসছে

‘ঢাকা অ্যাটাক’ সিনেমার সাফল্যের পর নির্মাতা দীপংকর দীপন নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ নামের সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে আসছে ঈদুল আজহায়।

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা ট্রিবিউন-এর খবর অনুযায়ী, নির্মাতা দীপন এর আগে দুবার সিনেমাটি মুক্তির দিনক্ষণ ঠিক করেও পিছিয়ে এসেছিলেন। এবার জানালেন দিনক্ষণ চূড়ান্ত।

সুন্দরবনে র‌্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসান, মনোজ প্রামাণিক, দর্শণা বণিক, আরমান পারভেজ মুরাদ, মানস বন্দ্যোপাধ্যায়, মনির খান শিমুল, নরেশ ভূঁইয়া প্রমুখ।

বর্তমানে সিনামটির প্রায় ৬টি দৃশ্যে ২৫টি বাঘের সংযোজনের জন্য গ্রাফিক্সের কাজ চলছে ভারতে। এছাড়া দেশের বাইরে একটি গানের দৃশ্যধারণও বাকি।
সিনেমার শুটিং হয়েছে মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবনচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, মংলা, পোড়াবাড়ী, গাজীপুর, জয়মনি, র‌্যাব ট্রেনিং স্কুল ও র‌্যাব সদর দপ্তরে।

উল্লেখ্য, এই সিনেমাটি উৎসর্গ করা হয়েছে সুন্দরবন অভিযানসহ র‍্যাবের বিভিন্ন অভিযানের সময় নিহত সৈনিকদের প্রতি।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন