ঢাকার কেরাণীগঞ্জে মাল্টিপ্লেক্স

পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ যেখানে শেষ হলো—সেখানে চালু হতে যাচ্ছে ‘লায়ন সিনেমাস’ নামের নতুন একটি মাল্টিপ্লেক্স। যার উদ্বোধন হবে এবছরের ৪ মার্চ।
দেশের চলচ্চিত্র অঙ্গনের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নতুন আরেকটি মাল্টিপ্লেক্স হতে যাচ্ছে দেখে অনেক আশার আলো দেখছেন।

কেরাণীগঞ্জের এই মাল্টিপ্লেক্সে থাকছে চারটি স্ক্রিন। প্রতিটি স্ক্রিনে আসন সংখ্যা ২০০টি। আরো থাকছে ডিএলপি সিনেমা প্রজেক্টর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সঙ্গে দর্শকদের গাড়ি পার্কিংয়ের সুবিধা তো আছেই।

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর খবর অনুযায়ী, লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেকের বেশ কিছু পরিকল্পনা আছে মাল্টিপ্লেক্স নিয়ে। খালেক বলেন, ‘আমার মনে হয়েছে এখানে পুরান ঢাকাতে একটা সিনেমা হল প্রয়োজন। সেই ভাবনা থেকেই যুগের চাহিদা অনুযায়ী এই মাল্টিপ্লেক্স নির্মাণ করেছি। পরিচিত মানুষদের কাছে থেকে সাড়া পাচ্ছি।’

পুরান ঢাকার ইসলামপুর এলাকায় এক সময় লায়ন সিনেমা হল ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ হলটি। এটির মালিক ছিলেন মির্জা আব্দুল কাদের সরদার। এবার তারই ছেলে মির্জা আব্দুল খালেক কেরাণীগঞ্জে আধুনিক লায়ন সিনেমাস মাল্টিপ্লেক্সটি নির্মাণ করেছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন