কবে আসছে টাইগারের ‘হিরোপান্তি টু’

বলিউড তারকা টাইগার শ্রফের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ ২০১৪ সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমা দেখেই দর্শক ও সিনেমা বোদ্ধারা বুঝেছিলেন অনন্য প্রতিভা টাইগার। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবার তৈরি করতে চলেছেন সেই সিনেমার সিক্যুয়াল ‘হিরোপান্তি টু’। সিনেমাটি পরিচালনা করছেন আহমেদ খান।

‘হিরোপান্তি ২’ -এর মুক্তির দিনও পাকাপাকি হয়ে গেছে। নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট-এর পক্ষ টুইটারে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল আসছে ‘হিরোপান্তি টু’। পোস্টার শেয়ার করে আরো জানানো হয়, ‘এবছর ঈদে অ্যাকশন আর হিরোপান্তি পাওয়ার প্যাকেজ আসছে।’

প্রথম পর্বে টাইগার শ্রফের বিপরীতে দেখা গিয়েছিল কৃতী শ্যাননকে। ‘হিরোপান্তি টু’তে দেখা যাবে তারা সুতারিয়াকে। আর ভিলেনের ভূমিকায় থাকছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই নিয়ে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করেছেন টাইগার এবং নওয়াজ। এর আগে ‘মুন্না মাইকেল’ সিনেমাতে স্ক্রিন শেয়ার করেছিলেন এই দুই তারকা।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন