তিশার সারপ্রাইজ আর সারপ্রাইজ রইল না

মোস্তফা সরওয়ার ফারুকী জন্মদিনে নিজেই ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছেন। ফারুকী লিখেছেন, ‘জীবন কঠিন। কেবল ভালাবাসাই এই কঠিন দুর্বহ জীবনটাকে আনন্দময় করে তোলে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি সৌভাগ্যবান।’

সেই সঙ্গে ফারুকী সকলের জন্য সুস্থ ও আনন্দে থাকার কামনা করেছেন। ফারুকী আরো জানিয়েছেন, অভিনেত্রী তিশা তার জন্য একটি সারপ্রাইজ কেক ঘরেই তৈরি করেছিলেন। তিশার এই সারপ্রাইজের গোপন কথা জেনে গেছেন ফারুকী। অপরদিকে তিশা অল্প কথায় পোস্টে লিখেছেন ‘মোস্তফা সরওয়ার ফারুকী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

ফারুকীর করা পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী বন্যা মির্জা, তিনি লিখেছেন ‘জন্মদিনের শুভেচ্ছা, ৬৫ বছর বেঁচে থাকার একটা আনন্দ আছে। আরও ৬৫ বছর বেঁচে থাকেন।’ এছাড়াও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্টজনেরা, টিভি ও চলচ্চিত্র অভিনয় শিল্পীরা এবং ভক্তরা।
ফারুকী ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন। বহু জনপ্রিয় বিজ্ঞাপন ও টিভি নাটক ছাড়াও তিনি নির্মাণ করেছেন ‘ব্যাচেলর’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়া বিদ্যা’, ‘ডুব’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ‘শনিবার বিকেল’, ‘নো ল্যান্ডস ম্যান’সহ অনেক চলচ্চিত্র।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন