চলতি বছর ভারতের বিধানসভার নির্বাচনে যুক্ত হয়েছিলেন টালিগঞ্জের এক ঝাঁক তারকা। তবে এবার বিজেপি তারকা প্রার্থীদের উপর আস্থা রাখতে পারেননি ভোটাররা। জয়ী হলেন প্রতিদ্বন্দ্বী দল তৃণমূলের প্রার্থীরা। বাম দলের প্রার্থীরাও এবার হেরেছেন।
বিধানসভায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির হয়ে নির্বাচনে পরাজিত হয়েছেন যশ দাশগুপ্ত, রুদ্রনীল ঘোষ, পায়েল সরকার, লকেট চট্টোপাধ্যায়, পার্নো মিত্র ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা। তবে বিজেপির হয়ে বিজয়ী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়।
অপরদিকে, তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়ছে জুন মালিয়া, কাঞ্চন মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তী।
তৃণমুলের তারকা প্রার্থীদের মধ্যে এখনো যারা এগিয়ে আছেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, ব্রাত্য বসু ও রাজ চক্রবর্তী। তৃণমূলের হয়ে হেরেছেনও, যেমন সায়নী ঘোষ।