তবে কি বিয়ে করতে রাজি একতা-করণ ?

করণ জোহর বলিউড ইন্ডাস্ট্রিতে বড় পর্দার একজন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক । অপরদিকে একতা কাপূর যিনি টেলিভিশন পর্দায় ব্যবসা সফল অনেক ধারাবাহিক প্রযোজক হিসেবে কাজ করেন।

সম্প্রতি এ দুজনের একটি পুরনো সাক্ষাৎকার নেটিজনদের মধ্যে ভাইরাল হল। যেখানে একতা কাপূর প্রকাশ্যে জানালেন করুণ যদি তাকে প্রপোজ করে বিয়ের জন্য তবে আমিও রাজি। অপরদিকে করণও যেনো সমর্থন দিলেন একতার কথায়।

ভাইরাল হওয়া ভিডিও সাক্ষাৎকারে করুণ বলছিলেন, “আমি মনে হয় কোনদিনই সঙ্গী পাবো না। একতা আমি খুব ভালো বন্ধু। আমরা একে অপরের কাছে সবকিছুই শেয়ার করি। একতা রাজি থাকলে আমি ওকে বিয়ে করতে পারি !”

অপরদিকে করণ এর কথার প্রেক্ষাপটে একতা বলেন, “এটা সত্যিই আমি আর করণ দারুণ ভালো বন্ধু। তাই হয়তো আমাদের মধ্যে প্রেমটা সেভাবে হল না ! তবে আমাকে যদি করণ প্রপোজ করে তাহলে হ্যাঁ করে দিব। কেননা, আমরা দুজনই দারুণ ভালো জুটি।”

তবে এটা অনেক পুরনো দিনের এক সাক্ষাৎকার। বর্তমানে একতা তার বৈবাহিক জীবনে স্বামী সন্তান নিয়ে আছেন। এখন করণ সারোগেসির সাহায্যে দুই বাচ্চার বাবা। কিন্তু তাদের বন্ধুত্ব কিন্তু সেই আগের মতোই দেখা যায়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন