বিপুল বিনিয়োগে যৌথভাবে চলচ্চিত্র নির্মাণ শুরু করতে যাচ্ছে ভারতের চলচ্চিত্র অঙ্গনের বড় দুই প্রযোজনা সংস্থা টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, বড়, মাঝারি ও ছোট বাজেটের ১০টির বেশি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রায় এক হাজার কোটি রুপি বিনিয়োগ করবে টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। এসব চলচ্চিত্রের মধ্যে থাকবে তামিল ব্লকবাস্টারের হিন্দি রিমেক ও অ্যাকশন থ্রিলার, ইতিহাস ও জীবনীনির্ভর চলচ্চিত্র, স্যাটায়ার কমেডি, রোমান্স ড্রামা, সত্য ঘটনা অবলম্বনে চলচ্চিত্র প্রভৃতি। আগামী ২৪ থেকে ৩৬ মাসে এই চলচ্চিত্রগুলোর নির্মাণকাজ হতে পারে। আর নির্মাতা হিসেবে পুষ্কর ও গায়ত্রী, বিক্রমজিৎ সিং, মঙ্গেশ হাড়াওয়ালে, সৃজিত মুখার্জি এবং সংকল্প রেড্ডি থাকতে পারেন।
রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবাশীষ সরকার বলেন, চলচ্চিত্র অঙ্গনকে এগিয়ে নিতে সহায়তা করবে এমন চলচ্চিত্র টি-সিরিজের সঙ্গে যৌথভাবে নির্মাণে তারা খুবই আগ্রহী।
টি-সিরিজ ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এর আগে ১০০টির বেশি চলচ্চিত্রে সঙ্গীত নিয়ে কাজ করেছে।
টি-সিরিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমার বলেন, দুই প্রতিষ্ঠান মিলে সঙ্গীতে কাজ করার পরে এখনই সময় বন্ধনকে দৃঢ় করার। এতে দর্শকদের নতুন ঘরানার কিছু হিন্দি চলচ্চিত্র উপহার দেওয়ার আশাবাদ জানান তিনি।