ডিজিটাল ভিডিও স্ট্রিমিং ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে বলিউড তারকা শিল্পা শেট্টির।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ জানায়, ওটিটিতে দর্শকের সামনে হাজির হতে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন শিল্পা শেট্টি। একটি ওটিটি সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রের জন্য তিনি আলোচনায় আছেন। সুস্মিতা সেনের ‘আর্য’ সিরিজের মতোই এতে একজন চিত্রনায়িকাকে কেন্দ্র করে গল্প আবর্তিত হবে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন শিল্পা।
জুলাইয়ে স্বামী রাজ কুন্দ্রের গ্রেপ্তারের প্রায় এক মাস পর গত ১৭ আগস্ট ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’ রিয়েলিটি শোয়ের শুটিংয়ে ফেরেন শিল্পা। আর ডিজনি প্লাস হটস্টারে ২৩ জুলাই মুক্তি পাওয়া ‘হাঙ্গামা টু’ দিয়ে তিনি চলচ্চিত্রে ফিরেছেন। এই চলচ্চিত্রে শিল্পা ছাড়াও অভিনয় করেছেন মিজান, রাজপাল যাদব, আশুতোষ রানা, টিকু তালসানিয়া সহ আরও অনেকে।