সাবস্ক্রাইবার বাড়ার অপেক্ষায় জয়া

জয়া আহসান। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে আগে থেকেই সক্রিয় ঢালিউড ও টলিউডের তারকা জয়া আহসান। সেই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও তিনি যুক্ত হলেন। ২৯ অক্টোবর ইউটিউবে তিনি আনুষ্ঠানিকভাবে ‘জয়া আহসান’ নামে একটি চ্যানেল চালু করেছেন।

নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই চ্যানেলের লিংক শেয়ার করেছেন জয়া। সঙ্গে লিখেছেন, “আমি এখন ইউটিউবে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ১০০০ সাবস্ক্রাইবার হলেই একটি ভিডিও শেয়ার করবো।” বর্তমানে তার চ্যানেলে কোনো কনটেন্ট না থাকলেও এর সাবস্ক্রাইবার প্রায় দুই হাজার। তাই প্রথম ইউটিউব ভিডিও নিয়ে ভক্তদের সামনে শীঘ্রই হাজির হতে পারেন জয়া।

দৈনিক প্রথম আলোকে জয়া বলেন, “সময়ের দাবি অনেক আগে থেকেই ছিলো। পরিচিতজনদের সবাই অনেক দিন ধরে বলছিলো। কিন্তু কাজের ব্যস্ততায় আমার সময়ও হচ্ছিলো না। এখন যেহেতু সময় বের করতে পেরেছি, তাই চালু করলাম। যাঁরা আমাকে ভালোবাসেন, যাঁরা আমার কাজের ভক্ত, ব্যক্তিজীবন নিয়ে ইন্সপায়ার হয় — তাঁরা যদি এসব থেকে আরেকটু ইন্সপায়ার হন, তাতে মন্দ কী। আমি একেবারে সেসব চিন্তা থেকে ইউটিউব চালু করেছি।’’

ইউটিউবে শুধু অর্থবহ কনটেন্টই দিতে চান জয়া। তিনি বলেন, “আমি যেহেতু কিছু ইস্যু নিয়ে কাজ করি, সেই ইস্যুগুলো আরও কিছু মানুষের কাছে পৌঁছানোর দরকার মনে হয়েছে, তাই এমনটা চিন্তা করা। আমার ইউটিউবে যেসব কনটেন্ট থাকবে, তা অন্য কোথাও পাওয়া যাবে না। ইউটিউবে সেটাই করব, যেটা একটু উৎসাহব্যঞ্জক। আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছাতে চাওয়াও বলতে পারেন।’’

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন