জুটি বাঁধছেন রিয়াজ-স্পর্শিয়া

দুই প্রজন্মের দুই অভিনয়শিল্পী রিয়াজ ও অর্চিতা স্পর্শিয়াকে শিগগিরই একসঙ্গে দেখা যাবে পর্দায়। তবে কোনো নাটক বা সিনেমায় নয়, তাদের দেখা যাবে আগামী ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বিটিভির ‘আনন্দমেলা’ অনুষ্ঠানের উপস্থাপনায়।

প্রতি ঈদেই ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি সম্প্রচার হয়। আর এই অনুষ্ঠানটির জন্য দর্শকদের থাকে বেশ আগ্রহ। করোনার প্রতিকূল পরিস্থিতির মাঝে গত ঈদের মতো এবারও থাকছে ‘আনন্দমেলা’।

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমকে উপস্থাপনার প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বিটিভি থেকে প্রস্তাব পেয়েছি ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করার। এটি আমার নিজেরও পছন্দের একটি অনুষ্ঠান। এখানে আগেও কাজ করেছি। শিগগিরই ‘আনন্দমেলা’র শুটিং শুরু হবে। আশা করছি উপভোগ করার মতো অনুষ্ঠান হবে এবার।’

এই অনুষ্ঠানটি দিয়ে প্রথমবারের মতো কোনো টিভি অনুষ্ঠান উপস্থাপনা করবেন স্পর্শিয়া। তাই অনুভূতিটা বেশ আলাদা তার। তিনি বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে আগে নাটকে কাজ করার অভিজ্ঞতা থাকলেও উপস্থাপনায় প্রথমবার। আশা করি উপস্থাপনাতে তার সঙ্গে দারুণ এক অভিজ্ঞতা হবে।’

গত ঈদে ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন জনপ্রিয় তারকা ফেরদৌস ও পূর্ণিমা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন