ছয় বন্ধুর গল্প ‘নয়নতারা বিদ্যালয়’

স্কুল হোস্টেলে থাকা ছয় বন্ধুর গল্প নিয়ে শুরু হলো শিশুতোষ ধারাবাহিক ‘নয়নতারা বিদ্যালয়’।
বাংলা ট্রিবিউন সূত্রে জানা যায়, ৩০ পর্বের ‘নয়নতারা বিদ্যালয়’ ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন রাকেশ বসু। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে অবস্থিত নয়নতারা বিদ্যালয়। এখানে ছেলেমেয়েরা একসঙ্গে পড়াশোনা করে। পাঠ্যসূচিও অন্যান্য স্কুল থেকে একটু আলাদা। হোস্টেলে থাকা ছেলেদের মাঝে রুদ্র, রবি, তোতা ও মামুনকে সবাই চেনে। আর মেয়েদের হোস্টেলে সবার থেকে আলাদা সাকী ও আনিকা। এই ছয় বন্ধু সবকিছুতে এগিয়ে থাকায় ওদের নাম হয় ‘সুপার সিক্স’। ছয় বন্ধুর স্কুলজীবনের নানা ঘটনা ও প্রতিযোগিতার গল্প নিয়ে এগিয়ে যায় ‘নয়নতারা বিদ্যালয়’ নাটকের কাহিনি।
‘নয়নতারা বিদ্যালয়’ নাটকের উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছে উনাইসা তিজান খান, নীল স্রোতস্বিনী, অরিঘ্ন অর্ঘ, সানান এ কাউসার বাস্তব, আলী আবদুল্লাহ্ দাইয়ান ভুঁইয়া, সাদমান সাঈদ মাহির, মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত, তানসী মাসুদ, আহনাফ ইথিকা মৌন, খায়রুল আলম সবুজ, সাজু খাদেম, মায়মুনা ফেরদৌস মম, সানজিদা মিলা, হাসনাত রিপন, সুজন হাবিব ও এসএম আশরাফুল আলম। পারিবারিক ও শিশুতোষ চ্যানেল দুরন্ত টিভিতে আজ ১ অক্টোবর থেকে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিট ও রাত ৮টায় সম্পচারিত হচ্ছে নাটকটি।
দুরন্ত টেলিভিশনের অনুষ্ঠান প্রধান মোহাম্মদ আলী হায়দার বলেন, “কিশোর বয়সের প্রায় প্রতিটি ছেলেমেয়ের স্কুলজীবনের গল্প উঠে এসেছে এই নাটকের মধ্য দিয়ে। সহপাঠীদের ভেতর বন্ধুত্ব, ছোটখাটো মনোমালিন্য, প্রতিযোগিতা এসব মিলিয়ে সুন্দর একটি কাহিনির মধ্য দিয়ে সাবলীলভাবে এগিয়ে যাবে নাটকটি। ছোট-বড় সবারই নাটকটি ভালো লাগবে আশা করি।’’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন