‘চাঁদের পাহাড়” নিয়ে আবার আসছেন দেব

অভিযানে পাড়ি দিচ্ছেন দেব। এ তেমন কোনো অভিযান নয়।আজ সকালে অভিনেতা ‘দেব’ তার ইনস্টাগ্রামে কিছু অসাধারণ ছবি পোস্ট করে লিখেছেন ‘আসছে’ তবে কি দেবের নতুন কোনো সিনেমা আসতে যাচ্ছে! করোনা পরিস্থিতিতির কারণে সাংস্কৃতিক জগৎ থেকে শুরু করে বিনোদনের সব কিছুই যেনো থমকে গেছে গোটা বিশ্ব জুড়ে। তাই দেবের নতুন ছবি পোস্ট করা দেখেই ভক্তরা যেনো ধরেই নিয়েছে নতুন সিনেমা আসতে যাচ্ছে। তবে এখন ও সঠিক কিছু বলা যাচ্ছে না। ছবিতে দেখা যাচ্ছে পাহাড়ের উঁচুতে দূরবীনে অভিনেতা দেব যেনো কিছু দেখার চেষ্টা করছে। তার পোশাক দেখে সুস্পষ্টভাবে ধারণা করা যায় তিনি ভ্রমণ পিপাসুদের মতো কিছু খুঁজার চেষ্টা করছে। বিগ বাজেটের সিনেমা ‘ আমাজন ‘ ও ‘চাঁদের পাহাড়’ চলচ্চিত্রে তাকে ঠিক এমন পোশাকেই দেখা গেছে। ঘোড়ায় চড়ে পাড়ি জমানো বনে জঙ্গলে ঘুরে বেড়ানো। তাই ভক্তদের মতে আবার ও বুঝি তাকে এমন রুপে দেখা যাবে বলে ধারণা করেছেন ভক্তরা। দেব বর্তমানে কলকাতার স্টার জলসা চ্যানেলের নাচের রিয়েলিটি শো এর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন