প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস।
‘অসম্ভব’ নামের সরকারি অনুদানের এই চলচ্চিত্রের মুখ্য চরিত্রে কারা অভিনয় করবেন তা-ও চূড়ান্ত হয়ে গেছে। তবে আপাতত তাদের পরিচয় গোপন রাখছেন পরিচালক অরুণা বিশ্বাস। তিনি জানান, কয়েক দিন পরই নায়ক-নায়িকার নাম–পরিচয় প্রকাশ করবেন।
অরুণা বিশ্বাস বলেন, “আমার সিনেমার প্রধান দুই পাত্র-পাত্রী টেলিভিশন নাটকে অভিনয় করে। তবে আগে কখনো চলচ্চিত্রে অভিনয় করেনি। আমার সিনেমার মাধ্যমে ওদের বড় পর্দায় অভিষেক হবে। খুব শিগগির অভিনয়শিল্পীদের নিয়ে পর্যায়ক্রমে মহড়া শুরু করব। সবার কাছে আমার প্রথম পরিচালিত চলচ্চিত্রের জন্য শুভকামনা চাই।“
‘অসম্ভব’ চলচ্চিত্রে আরও অভিনয় করবেন মাসুম আজিজ, সাজু খাদেম, মিশা সওদাগর ও অরুণা বিশ্বাস।
প্রথম চলচ্চিত্র পরিচালনায় পুরোপুরি প্রস্তুতি নিয়েই নামছেন অরুণা। তিনি বলেন, “এক কথায় যদি বলতে হয়, আমার এই ছবি দেশ ও দেশের সংস্কৃতির প্রেমের গল্প।“ আগামী ৮ নভেম্বর থেকে ঢাকার অদূরে মানিকগঞ্জে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
‘অসম্ভব’ চলচ্চিত্রের জন্য একটি গান লিখছেন গাজী মাজহারুল আনোয়ার। এই গানটির সুর ও সঙ্গীত পরিচালনা ছাড়াও চলচ্চিত্রের আবহসঙ্গীতের কাজও করবেন ইমন সাহা।