গোল্ডেন লায়ন পাচ্ছেন রবার্তো বেনিনি

‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের গণহত্যা নিয়ে নির্মিত ছবি সারা বিশ্বে রবার্তো বেনিনিকে পরিচয় করিয়ে দেয়। এই সিনেমাটির মাধ্যমে বেনিনি অস্কারও ঘরে তোলেন। এবার এই অভিনেতাকে সম্মানজনক ‘গোল্ডেন লায়ন’ পুরস্কারে ভূষিত করবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

উৎসবের ৭৮ তম আসর কর্তৃপক্ষ গত ১৫ এপ্রিল এই খবর জানিয়েছে। উৎসবের পরিচালক আলর্বাতো বারবারা সম্মানজনক পুরস্কারের জন্য বেনিনির নাম ঘোষণা করেন।
রবার্তো বেনিনি অভিনেতা হিসেবে জনপ্রিয় হলেও তিনি একাধারে লেখক, পরিচালক, চিত্র্যনাট্যকার, কৌতুক অভিনেতাও।

এই সম্মান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেনিনি, ‘কৃতজ্ঞতা ও আনন্দে ভরপুর আমার হৃদয়। এটা আমার কাছে গভীর সম্মানের।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন