করোনায় আক্রান্ত হলেন অভিনেতা আলমগীরও। তিনি একাধারে জনপ্রিয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তার করোনায় আক্রান্তের খবর শুনে উদ্বিগ্ন চলচ্চিত্র প্রাঙ্গন থেকে শুরু করে দেশ-বিদেশের ভক্তরাও। হাসপাতালে ভর্তি বরেণ্য এই অভিনেতা।
করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে কোভিড-১৯-এর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছিলেন তিনি এবং তার স্ত্রী বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। ১৭ এপ্রিল সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি থেকে হাসপাতালে তারা করোনা টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের আগে অভিনেতার হালকা কাশি ছিল। করোনা টেস্ট করালে অভিনেতা আলমগীররে পজিটিভ আসে।
বার্ধক্যজনিত কারণে কোনো রকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে রেখেই অভিনেতার চিকিৎসার সিদ্ধান্ত নেয় তার পরিবার।
দৈনিক প্রথম আলোকে রুনা লায়লা জানিয়েছেন, ‘আলমগীর সাহেবের অক্সিজেন ঠিকঠাক আছে। হাসপাতালে ভর্তি করানোর পরপরই সিটি স্ক্যানও করানো হয়েছে। অবস্থা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। ১০ দিন চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। শুরুতে খুসখুসে কাশি ও মাথা ধরা থাকলেও এখন তেমন কোনো উপসর্গ নেই। সবাই দোয়া করুন। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন।’