কেমন আছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম?

করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর আইসোলেশনে চলে যান তিনি। যাবতীয় শ্যুটিংয়ের কাজ বাতিল করে দেন। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ।

প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, করোনায় আক্রান্ত হয়ে ঘরবন্দী অবস্থায় তিনি একগুচ্ছ বই পড়েছেন। গত বছরও বেশ কিছু বই কিনে রেখেছিলেন তিনি, সময়ের অভাবে সেসব পড়তে পারছিলেন না। কি কি বই পড়েছেন সেই সম্পর্কে জানতে চাওয়ায় অভিনেতা বলেন, ‘আমি যেই বইগুলো পড়ছি, সেগুলো এ বছরের বেস্টসেলার। মহিউদ্দিন আহমেদের “প্রতিনায়ক সিরাজুল আলম খান” ও “লালসন্ত্রাস” বই দুটি সম্প্রতি পড়েছি। রক্ষীবাহিনী নিয়ে আনোয়ার উল আলমের লেখা “রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা”, আলতাফ পারভেজের ” মুজিব বাহিনী থেকে গণবাহিনী “, সৈয়দ মুজতবা আলীর রচনাসমগ্র পড়তে শুরু করেছি। গত দু’বছর যে পরিমাণ বই কেনা আছে, সেগুলো সময়ের অভাবে এত দিন পড়তে পারিনি। এগুলো এখন বসে পড়ছি। ‘

খুব শ্রীঘ্রই এই অভিনেতা তার কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন