করোনায় আক্রান্ত সাহিত্যিক বুদ্ধদেব গুহ

করোনায় আক্রান্ত বুদ্ধদেব গুহ। আপতত এক হোটেলে কোয়ারান্টাইনে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, করোনা আক্রান্ত হয়েছেন সাহিত্যিকের বড় মেয়ে এবং গাড়ির চালকও। গত ৩-৪ দিন ধরে নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিয়েছিল তার। বুকে সর্দি বসে গিয়েছে। সঙ্গে রয়েছে কাশি। তবে স্বাদ-গন্ধহীন হয়ে পড়েননি এখনও।

৮৬ বছর বয়সের বুদ্ধদেব আপাতত রয়েছেন দিল্লিতে। তাই কলকাতায় তার জন্য চিন্তিত গোটা পরিবার। যদিও এখনো তার মনের জোর প্রবল। সম্প্রতি এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘এত তাড়াতাড়ি ফুরব না। জানি, ঠিক ফিরে আসব’।

‘জঙ্গলমহল’ তার প্রথম প্রকাশিত গ্রন্থ। এরপর তিনি ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘মাধুকরী’, ‘অভিলাষ’, ‘বাবলির’ মতো অসংখ্য উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের মাঝে।

উল্লেখ্য কিছুদিন আগে আমরা হারিয়েছি কবি শঙ্খ ঘোষকে। সূত্র – হিন্দুস্তান টাইমস

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন