কেন ক্ষমা চাইলেন জন সিনা?

পেশাদার কুস্তিগীর ও এফ নাইন তারকা জন সিনা কিছুদিন আগে তার ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন’ সিনেমার প্রমোশন এর জন্য তাইওয়ানের একটি গণমাধ্যমে ‘তাইওয়ান’কে একটি পৃথক দেশ বলে মন্তব্য করেছিলেন। যার ফলে চীন জুড়ে মারাত্মক প্রতিক্রিয়া শুরু হয়েছিল। নানা বির্তকের সম্মুখীন হতে হয়েছে এই তারকাকে।

সম্প্রতি নিজের কার্যক্রমের জন্য চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন। জন সিনা বলেন, ‘আমি একটা ভুল করে ফেলেছি। আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি। এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমি চীনের লোকদের ভালোবাসি এবং সম্মান করি। আমি নিজের ভুলের জন্য দুঃখিত। আমি সত্যিই দুঃখিত। আমি সত্যিই চীন এবং চীনের মানুষদের ভালোবাসি এবং সম্মান করি, এটা সবাই বোঝার চেষ্টা করুন।’

করোনা পরিস্থিতির মধ্যেও ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস নাইন’ সিনেমাটি খুব ভালো ব্যবসা করে যাচ্ছে। বর্তমানে চীন বিশ্বের চলচ্চিত্রের বড় ক্ষেত্র হয়ে উঠছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন