নৃত্যশিল্পীদের পাশে অক্ষয় কুমার

কিছুদিন আগেই ছিল কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার জন্মদিন। আর এই জন্মদিনকে কেন্দ্র করে অক্ষয় কুমার তার কাছে জানতে চেয়েছিল জন্মদিনের উপহার হিসেবে তার কাছে কি চান তিনি? গণেশ নৃত্যশিল্পীদের জন্য এই করোনা পরিস্থিতির সময় তাদের জন্য অর্থ সহায়তা চেয়েছেন।

গ্লোবাল ট্রিবিউন এর তথ্য অনুসারে, নৃত্যশিল্পীদের তালিকায় ১৬০০ জুনিয়র কোরিওগ্রাফার ও বয়স্ক নৃত্যশিল্পী এবং ২০০০ আর্টিস্ট রয়েছে। মোট ৩৬০০ নৃত্যশিল্পীদের অর্থ সহায়তা করবেন বলে অক্ষয় কুমার জানিয়েছেন। গণেশ আচারিয়া বলেন, ‘অক্ষয় কুমার খুব দয়ালু’। গণেশ আরও জানিয়েছেন, সকলকে রেশনের ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু কেউ যদি রেশন না নিতে আগ্রহী হয়। তবে তাদের রেশনের পরিমাণ অর্থ দেওয়া হবে।

এর আগেও অভিনেতা অক্ষয় কুমার ও স্ত্রী টুইঙ্কেল খান্না এই করোনাকালীন সময়ে ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করছিলেন এবং গৌতম গম্ভীর ফাউন্ডেশনে কোভিড মোকাবেলায় ১ কোটি রুপি দিয়ে আর্থিক সহায়তা করেছেন।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন