কার বানানো মাস্ক পরেন কারিনা কাপুর

বলিউড তারকা অভিনেত্রী কারিনা কাপূর খান ইনস্টাগ্রামে মাস্ক পরা ছবি দিয়ে সর্তকতা জানান দিলেন তার অনুরাগীদের। বরাবরই আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী। সেলিব্রিটিরা খুব ভালো করেই জানেন কিভাবে নিজেদের হাইলাইট করতে হয়। যা করলে আলোচনায় আসা যায় হয় কিছুটা ইচ্ছেকৃত বা অজান্তেই।

দিন দিন করোনার উপদ্রব বাড়তে শুরু করেছে। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে বলিউডের অনেক তারকারা। করোনা সতর্কতা বাড়াতে রাতে কারফিউ জারি করেছে ভারত সরকার এবং শীঘ্রই লকডাউন দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি কারিনা কাপূর তার ইনস্টাগ্রামে একটি মাস্ক পরা ছবি পোস্ট শেয়ার করে লিখেছেন, “প্রোপাগান্ডা নয়, আপনি আপনার মাস্ক পরুন”।

জানা যায় ,কারিনার এই মাস্কের দাম ২৬হাজার টাকা। এই মাস্কটি তৈরি করেছে ‘লুইস উইনটন’। এত দামী মাস্ক পরেও সমালোচনার মুখে পড়ে গেলেন এই অভিনেত্রী।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন