‘কাগজ’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা জুলফিকার জাহেদী। এতে প্রধান দুই চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ইমন ও আইরিন।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে সিনেমার গল্প প্রসঙ্গে জুলফিকার জানান, একজন স্বনামধন্য লেখকের ফিলোসফি এবং কিভাবে সেটির মৃত্যু হয়- সেই গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। এটি নির্মাণের মূল উদ্দেশ্য বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া।
সিনেমাতে যুক্ত হওয়ার প্রসঙ্গে ইমন ও আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমাদের সমস্ত শিল্পীসত্ত্বা দিয়ে কাজটি করার প্রস্তুতি নিচ্ছি। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে।’
পরিচালক জুলফিকার জাহেদী বলেন, ‘কোরবানির ঈদের পরই শুটিং শুরু করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করবো।’
ইমন ও আইরিন ছাড়া এতে আরো অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মণ, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।