কর্মহীন সুমনা পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন

টেলিভিশন পর্দায় জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী। সনি টিভির ‘দ্য কাপিল শর্মা’ শো থেকে যার জনপ্রিয়তা এখন শীর্ষে। এছাড়াও বেশ কয়েকটি নাটকেও তিনি অভিনয় করেছেন।

সম্প্রতি এই অভিনেত্রী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানান, ২০১১ সাল থেকে এক বিশেষ রোগে ভুগছেন তিনি। এন্ডোমেট্রিওসিস নামক জরায়ুর এই বিশেষ রোগ ধরা পরে তার। রোগটি তার চতুর্থ পর্যায়ে ছিল। দীর্ঘ ১০ বছর যাবত এই রোগ শরীরে বয়ে চলছেন। নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন ভালো খাদ্যভ্যাস, নিয়ম করে শরীরচর্চা ও নিজেকে চিন্তামুক্ত রাখার মাধ্যমে নিজের যত্ন নিচ্ছেন। পাশাপাশি জানিয়েছেন, তিনি এখন কর্মহীন, আগের মতো এখন আর কাজ নেই তবুও নিজেই পরিবারের মুখে খাবার তুলে দিচ্ছেন এটাই তার কাছে অনেক।

অভিনেত্রী সুমনা প্রায় এক যুগ ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন। শুধু ধারাবাহিক ও কমেডি শো নয় সিনেমাতেও অভিনয় করেছেন। রণবীর কাপুরের বরফি এবং সালমান খান এর কিক ছবিতেও অভিনয় করতে দেখা গেছে তাকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন