করোনায় আটকে গেল ‘থালাইভির’ মুক্তি

করোনায় পিছিয়ে গেলো ‘থালাইভির’ মুক্তি। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন এ খবর। পুনরায় করোনার উপদ্রব বাড়তে শুরু করে গোটা বিশ্বে । করোনার প্রকোপে পিছিয়ে গেল মুক্তি প্রাপ্ত বেশ কিছু ছবি। সে তালিকায় যোগ হলো কঙ্গনা রানাওয়াতের নতুন ছবি ‘থালাইভির’। ২৩শে এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল।

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সিনেমার পর্দায় জয়ললিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবির পোস্টার এবং ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকে এই অভিনেত্রী প্রশংসার সাথেও সমালোচনা শুনতে হয়েছিল অনেক। তবে এই অভিনেত্রী বরাবরই ডোন্ট কেয়ারের স্বভাবের। কোনো বিতর্কই তার কাছে কোনো গুরুত্বপূর্ণ নয়। তিনি নিজেকে জয়ললিতা গড়ে তুলতে কঠোর পরিশ্রম করেছেন। ২০কেজি ওজন বৃদ্ধি করেছিলেন এবং ঠিক পরবর্তী একমাসেই নিজেকে ঠিক আগের অবস্থানে ফিরে এনেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন