কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ টু’ মুক্তি পাওয়ার কথা ছিল ১৬ জুলাই। সিনেমাটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে এমনটা জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।
তবে অনুরাগীদের উদ্দেশ্যে রয়েছে এক মন খারাপের বার্তা, ১৬ জুলাই সিনেমাটি মুক্তি পাবে না। এমন সিদ্ধান্তই নিয়েছেন সিনেমার সংশ্লিষ্টরা।
সম্প্রতি এ প্রসঙ্গে বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আর্দশ তার টুইটে জানিয়েছেন, এই সিনেমাটি মুক্তির তারিখ জানা গেছে ৯ সেপ্টেম্বর। তবে প্রযোজকরা এখনো মুক্তির তারিখ চূড়ান্ত করেননি।
সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার। এর আগে ইয়াশের জন্মদিনে অর্থাৎ ৮ জানুয়ারি সিনেমার টিজার মুক্তি পেয়েছিল। ইয়াশ ও সঞ্জয় দত্ত ছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠিকে।
ছবিটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে।
১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর।