গতকাল (৩০ নভেম্বর) পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দিরে মা আশা রানাওয়াত এবং বোন রঙ্গোলি চান্দেলের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। এই ছবির সঙ্গে হিন্দিতে দীর্ঘ একটি লেখায় তিনি অভিযোগ করেন, কৃষক আন্দোলন নিয়ে তার করা একটি পোস্টের জেরে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। হিমাচল প্রদেশের একটি থানায় তিনি মামলাও দায়ের করেছেন।
পোস্টে কঙ্গনা লিখেছেন, “২৬/১১ হামলায় শহীদদের স্মরণ করছি। বিশ্বাসঘাতকদের ক্ষমা করবেন না। ২৬/১১-এর মতো ঘটনার পিছনে দেশের ভেতরের বিশ্বাসঘাতকদের হাত রয়েছে। এই বিশ্বাসঘাতকেরা কখনো অর্থের লোভে, কখনো পদের লোভে, কখনো ক্ষমতার লোভে ভারতমাতাকে কলঙ্কিত করার কোনো সুযোগই ছাড়েনি। দেশের ভেতরের এই বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্র করে দেশবিরোধী শক্তিকে সাহায্য করেই যাচ্ছে। এই ধরনের বিঘ্নকারী শক্তি লাগাতার আমাকে হুমকি দিচ্ছে। আমি এই সব হুমকিতে ভয় পাই না।’’
এই শক্তির বিরুদ্ধে পাঞ্জাব সরকার ব্যবস্থা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন কঙ্গনা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির উদ্দেশে কঙ্গনা লিখেছেন, “আপনি একজন নারী। আপনার শাশুড়ি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেছেন। পাঞ্জাবে আপনার দলের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিন এই সন্ত্রাসবাদী, বিঘ্নকারী এবং দেশবিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’’
এর আগে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কঙ্গনার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর কঙ্গনা কৃষক আন্দোলনের বিষোদগার করেছিলেন। এর প্রেক্ষিতে তাকে খুনের হুমকি দেওয়া হতে পারে বলে অনেকেই মনে করছেন।