হলিউড পরিচালক ওয়েস অ্যান্ডারসনের নতুন চলচ্চিত্রে অভিনয় করবেন মারগো রবি।
এ চলচ্চিত্রের গল্প, প্রেক্ষাপট সবই আপাতত গোপন রাখা হয়েছে। তবে বিনোদন ওয়েবসাইট হলিউড রিপোর্টার সূত্রে জানা যায়, মারগো রবি পার্শ্বচরিত্রে অভিনয় করতে পারেন এ চলচ্চিত্রে।
ওয়েস অ্যান্ডারসনের রচনা ও পরিচালনায় এ চলচ্চিত্রে রবি ছাড়াও অভিনয় করবেন টম হ্যাংকস, অ্যাড্রিয়েন ব্রডি, বিল মারে, টিলডা সুইনটন সহ আরও অনেকে। এ মাসের শেষদিকে স্পেনে এ চলচ্চিত্রের শ্যুটিং শুরু হবে।
‘দ্যা উলফ অফ ওয়াল স্ট্রিট’, ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’, ‘বম্বশেল’, ‘মেরি: কুইন অফ স্কটস’ চলচ্চিত্রে অস্ট্রেলিয়ান অভিনেত্রী মারগো রবির অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। ডিসি কমিকসের ‘সুইসাইড স্কোয়াড’ চলচ্চিত্রে হারলি কুইন ভূমিকায় অভিনয় করেন তিনি। বর্তমানে তিনি ব্র্যাড পিটের সঙ্গে ‘ব্যাবিলন’ চলচ্চিত্রের শ্যুটিংয়ে ব্যস্ত। ডেভিড ও রাসেল পরিচালনায় আরও একটি শ্যুটিংয়ের কাজ শেষ করেছেন। এরপর গ্রেটা জারউইগ পরিচালিত ‘বারবি’ চলচ্চিত্রেও অভিনয় করবেন মারগো রবি।
ওয়েস অ্যান্ডারসন নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘বটল রকেট’ (১৯৯৬), ‘দ্যা রয়াল টেনেনবমস’ (২০০১), ‘দ্যা দার্জিলিং লিমিটেড’ (২০০৭), ‘ফ্যানটাসটিক মি. ফক্স’ (২০০৯), ‘মুনরাইজ কিংডম’ (২০১২), ‘দ্যা গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ (২০১৪) এবং ‘আইল অফ ডগস’ (২০১৮)।