এসেছে ‘মুন্সিগিরি’-র পোস্টার

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মের পোস্টার মুক্তি পেয়েছে।

শিবব্রত বর্মনের উপন্যাস ‘মৃতেরাও কথা বলে’ অবলম্বনে নির্মিত ‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মের পোস্টার গত ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয়। নির্মাতা অমিতাভ রেজা জানান, এটি ফ্রাঞ্চাইজিভিত্তিক ওয়েব সিনেমা হতে যাচ্ছে। একটি চরিত্রকে কেন্দ্র করে বিভিন্ন পর্ব তৈরি হবে। এটি হলো প্রথম পর্ব। দর্শক যদি পছন্দ করেন, তবে পরবর্তী পর্বগুলো বানানো হবে।

‘মুন্সিগিরি’ চলচ্চিত্রে এক সরকারি কর্মকর্তার মৃত্যুরহস্যের তদন্ত করবেন পুলিশের গোয়েন্দা মাসুদ মুন্সি। এই চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আর নিহত কর্মকর্তার স্ত্রী সুরাইয়ার চরিত্রে আছেন পূর্ণিমা।

১২ মাসে ১২টি ওয়েবফিল্ম নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়ে জুলাইয়ে যাত্রা শুরু করে চরকি। এরই মধ্যে এই স্ট্রিমিং প্লাটফর্মের ওয়েবফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ এবং ওয়েব সিরিজ ‘ঊনলৌকিক’ জনপ্রিয়তা পেয়েছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন