‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের এবারের আসরে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন পপ তারকা জাস্টিন বিবার।
১২ সেপ্টেম্বর যুক্তরাষ্টের নিউইয়র্ক সিটিতে ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী আয়োজিত হয়। এতে এই বছর সেরা শিল্পীর পুরস্কার ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’ অর্জন করেছেন মার্কিন-কানাডিয়ান কণ্ঠশিল্পী জাস্টিন বিবার। আরিয়ানা গ্র্যান্ডে, দোজা ক্যাট, মেগান দি স্ট্যালিওন, অলিভিয়া রদ্রিগো এবং টেইলর সুইফটকে পেছনে এই পুরস্কার জিতে নেন তিনি। পাশাপাশি পেয়েছেন সেরা পপ তারকার খেতাব ‘বেস্ট পপ অ্যাওয়ার্ড’।
পুরস্কার নেওয়ার সময় বিবার নিজ স্ত্রীর প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এছাড়াও কোভিড মহামারির কঠিন সময়ের কথাও স্মরণ করেন তিনি।
‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের এই বছরের আয়োজনে ৯টি মনোনয়ন পেয়ে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া শিল্পীদের একজন ছিলেন বিবার।