এবার প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে মিশু সাব্বির ও তানহা তাসনিয়াকে। ঈদের জন্য নির্মিত একক ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’ নাটকে অভিনয় করেছেন তারা। জিয়াউদ্দিন রাজুর গল্পে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং সম্পন্ন হয়েছে।
তানহা তাসনিয়া মূলত বড় পর্দার অভিনেত্রী। তবে সম্প্রতি ছবির ব্যস্ততা না থাকায় সময় দিচ্ছেন নাটকে। অন্যদিকে মিশু সাব্বির বরাবরই ব্যস্ত টেলিভিশন নাটকে।
বাংলাদেশ প্রতিদিনকে মিশু সাব্বির বলেন, ‘আমরা কাজটা ভীষণ উপভোগ করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’
তানহা তাসনিয়া বলেন, ‘মিশু সাব্বির নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা। তার সঙ্গে পরিচয়ের প্রথম থেকেই ভীষণ সহযোগিতা করেছে। আমার সহশিল্পী, পরিচালক সাইদুর ইমনসহ সবাই মিলে ভীষণ আনন্দের মধ্যদিয়ে কাজটি করেছি। ‘টুয়েন্টি ফোর আওয়ার্স’-এর পুরো টিমকে আমি ভীষণভাবে মিস করবো।’
আগামী ঈদে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে এবং একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।