ঋতুপর্ণার জীবন অনিশ্চিত!

টলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন ঋতুপর্ণা সেনগুপ্ত। গত মার্চ মাসে কোভিড আক্রান্ত হলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। দীর্ঘদিন ঘরবন্দি থেকে করোনা জয় করে ফিরেছেন। তাই তিনি এর ভয়াবহতা জানেন। আর এজন্যই সবাইকে সাহস যোগাতে এবং ভালোবাসা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করলেন এই অভিনেত্রী।

তার পোস্ট করা ছবিটিতে দেখা যায়, তিনি এক নদীর ধারে খোলা চুলে বিষন্ন মুখে দাঁড়িয়ে আছেন। পরনে লাল পাড়ের সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ।

করোনা যেভাবে হু হু করে বাড়ছে তাতে মানব জীবন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। সেই উপলব্ধি থেকেই ছবির সঙ্গে মন্তব্য জুড়লেন জুড়লেন ‘জীবন কত অনিশ্চিত। প্রত্যেক দিনের লড়াই। জীবন সমুদ্রের মতো বিশাল। কত ঢেউ পার করতে হয়। কত বাঁধার সম্মুখীন হতে হয়। কিন্তু আমাদের আশা হারালে চলবে না। আমাদের ভালবাসতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে। যাঁরা কষ্ট পাচ্ছেন তাঁদের জন্য প্রার্থনা এবং আরোগ্য কামনা করছি। ঈশ্বর এই পৃথিবীকে রক্ষা করুন’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন