অভিনেতা অ্যান্থনি হপকিন্স চলতি বছর(২০২০) ৯৩তম অস্কারের ইতিহাসে সব থেকে বয়স্ক অভিনেতা হিসেবে বিজয়ী হলেন। ‘দ্য ফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন ৮৩ বছরের এই অভিনেতা। এই সিনেমায় তার দুর্দান্ত অভিনয়ের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’র সম্মান অর্জন করেছেন তিনি।
জনপ্রিয় সাংবাদিক-লেখক ম্যাক হ্যারিস অ্যান্থনি হপকিন্সের বিজয়ী বার্তা প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।
অ্যান্থনি হপকিন্স এর আগেও ২০১৮ সালে ‘ম্যানি ইন দ্য ওয়ার্ল্ড ‘ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন। অভিনেতা এবার নিয়ে দুবার অস্কারের মঞ্চে শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতলেন। প্রথমবার ১৯৯৪ সালে ‘দ্য সাইলেন্স অফ দ্য ল্যাম্ব’ সিনেমাতে হ্যানিবেল লেক্টরের চরিত্রে অভিনয়ের মাধ্যমে অস্কার জিতেন। এ পর্যন্ত ইতিহাসের অস্কারের মঞ্চে সব থেকে বয়স্ক বিজয়ী হিসেবে নিজের নামটি তুলে ধরলেন।